দেশজুড়ে

যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় ৯ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত রবি খানের ছেলে শামীম খান (৪৯) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইউনুসের ছেলে মামুন (৪৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী যমুনা সেতু পূর্বের দিকে যাচ্ছিলেন। পথে আনালিয়াবাড়ী এলাকার ৯ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালাক। এসময় চার লেন কাজে ব্যবহৃত ভেকুর (মাটিকাটা যন্ত্র) সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তারা মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম