অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দিলীপ কুমার বড়ুয়ার ‘বৌদ্ধ মূর্তিতত্ত্ব’। বইটির প্রকাশক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বাংলা একাডেমি চত্বরে ১০৯২-১০৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
Advertisement
প্রকাশক জানান, বইটিতে মূলত লেখক ধর্মের সঙ্গে শিল্পকলার কী সম্পর্ক, তা তুলে ধরতে চেষ্টা করেছেন। লেখক বইটিতে প্রমাণ করেছেন, ধর্মীয় প্রয়োজনে বা একান্ত ধর্মবোধ থেকেই ধর্মীয় শিল্পকলার সৃষ্টি; যা বৌদ্ধ শিল্পকলার ক্ষেত্রেও সত্য। তথ্য ও নিদর্শন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণপূর্বক এ গ্রন্থে বৌদ্ধ মূর্তিশিল্পের বিভিন্ন দিক সম্পর্কে লেখক আলোচনা করেছেন।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘আমি খুবই আনন্দিত। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে এটি লিখিনি। বিশ্বাস করি, শিল্পকলা তথা জাদুঘর বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জনের জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করবে।’
আরও পড়ুনপাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’ড. দিলীপ কুমার বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপানের আইচি গাকুইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং জাপান সরকারের জেএসপিএস স্কলারশিপে পোস্ট-ডক্টরাল গবেষণা সমাপ্ত করেন।
Advertisement
জাপান থেকে তার প্রকাশিত বই ২টি। একক ও সম্পাদিত বই ১৭টি। দেশ-বিদেশের গবেষণা জার্নালে ৪০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে যোগদান ও প্রবন্ধ উপস্থাপন করেছেন।
এসইউ/জেআইএম