ঘুরতে গিয়ে আমাদের বিভিন্ন হোটেল বা রিসোর্টে থাকতে হয়। কিন্তু পুরুষদের জন্য যে কোনো জায়গায় থাকা সহজ হলেও নারীদের জন্য বাড়তি সতর্কতার প্রয়োজন আছে বটে। হোটেল রুম কিংবা শপিং মলের ট্রায়াল রুমে প্রতারকরা গোপন ক্যামেরা লাগিয়ে রাখে।
Advertisement
এসব গোপন ক্যামেরায় অপ্রস্তুত ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছে তারা। এটি শুধু নারীদের ক্ষেত্রেই হচ্ছে তা হয়, পুরুষদের বেলায়ও হতে পারে। এজন্য আপনি বাড়ির বাইরে যেখানেই থাকুন না কেন সেখানে কোনো গোপন ক্যামেরা আছে কি না তা নিশ্চিত হয়ে নিন।
যেভাবে খুব সহজেই রুমের গোপন ক্যামেরা খুঁজে পাবেন-ফোনের ফ্ল্যাশ লাইটমোবাইল ফোন ব্যবহার করে ঘরে থাকা গোপন ক্যামেরা শনাক্ত করতে পারবেন। এজন্য-
>> প্রথমে ঘরের আলো নিভিয়ে দিন। >> এরপর ঘরের কোন অংশে ক্যামেরা লুকানো থাকতে পারে, সেই জায়গায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে। >> এর মধ্যে অন্যতম হল-এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক অথবা আয়না। >> ছোট্ট একটি রিফ্লেক্টিভ গ্লিন্ট অথবা লেন্সের মতো সারফেস খুঁজতে হবে। কিছু সন্দেহজনক বিষয় চোখে পড়লে সেই জায়গাটা খুঁটিয়ে দেখতে হবে।
Advertisement
ফোনের ক্যামেরাস্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ইনফ্রারেড আলো চিহ্নিতকরণ করা যায়। এজন্য-
>> ঘর পুরো অন্ধকার করে নিন।>> এবার স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ খুলতে হবে। >> ক্যামেরা কোথায় গোপন করা থাকতে পারে, সেখানে ধীরে ধীরে ক্যামেরা প্যান করতে হবে।>> ক্যামেরা স্ক্রিনে ছোট্ট পালসিং ডট অথবা গ্লোয়ের দিকে নজর দিতে হবে।>> এই ইনফ্রারেড আলোই হিডেন ক্যামেরার উপস্থিতি চিহ্নিত করবে। এই সিগন্যাল পেলে সেই জায়গাটি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে। ক্যামেরা-ডিটেকশন অ্যাপঅ্যান্ড্রয়েডে এবং আইওএসে একাধিক অ্যাপ থাকে, যা হিডেন ক্যামেরা ডিটেক্ট করার জন্যই ব্যবহারকারীদের জন্য বানানো। এই অ্যাপগুলো ফোনের ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে। আর তার মাধ্যমেই সম্ভাব্য গোপন ডিভাইস চিহ্নিত করতে পারে। এই অ্যাপগুলো ইনফ্রারেড লাইট, ম্যাগনেটিক ফিল্ড এবং অস্বাভাবিক সিগন্যাল স্ক্যান করতে পারে। যা গোপন ক্যামেরা চিহ্নিত করতে সহায়ক।
ওয়াই-ফাইসন্দেহজনক ডিভাইসের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা করতে পারেন। একাধিক ওয়্যারলেস হিডেন ক্যামেরা ফুটেজ ট্রান্সমিট করার জন্য ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করে। এজন্য- >> ফোনের ওয়াই-ফাই সেটিংস খুলতে হবে এবং কানেক্টেড ডিভাইসের লিস্ট দেখতে হবে।>> অপরিচিত ডিভাইসের নাম খুঁজতে হবে।>> এবার ঘরে কানেক্টেড ডিভাইসের জন্য ব্লুটুথ ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।>> সন্দেহজনক ডিভাইস পাওয়া গেলে হোটেল ম্যানেজমেন্ট অথবা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।
আরও পড়ুন ল্যাপটপ স্লো হলে যা করবেন যে ৪ শব্দ গুগলে সার্চ করলে মজার ব্যাপার ঘটবেসূত্র: রেওলিঙ্ক, টাইমস অব ইন্ডিয়া
Advertisement
কেএসকে/এএসএম