আন্তর্জাতিক

চীনের পাল্টা শুল্কে কমতে পারে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি

চীনের পাল্টা শুল্কের কারণে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি কমে যেতে পারে। কোভিড-১৯ মহামারির পর এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি মার্কিনিদের।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র চার দশকের তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটির রপ্তানি ১০ গুণেরও বেশি বৃদ্ধি পায়। ফলে দেশটি সৌদি আরব ও রাশিয়ার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক হিসেবে স্থান করে নেয়। ওপেক ও তার মিত্র দেশগুলোর উৎপাদন কমার বৈশ্বিক প্রভাবও এতে কিছুটা কমে আসে।

আরও পড়ুন>>

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন ইইউ’র ওপর অবশ্যই শুল্ক আরোপ হবে, জানালেন ট্রাম্প

কেপলার-এর জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ২০২৪ সালে চীন প্রতিদিন ১ লাখ ৬৬ হাজার ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা যুক্তরাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় পাঁচ শতাংশ। তবে রাশিয়া ও ইরানের ছাড়মূল্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের তেলের প্রতি চীনের নির্ভরতা কমে এসেছে।

Advertisement

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানির প্রবৃদ্ধি মাত্র ০.৬ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ৩৮ লাখ ব্যারেলে পৌঁছায়। কেপলার-এর বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা স্থিতিশীল হয়ে গেছে এবং চীনের পাল্টা শুল্ক এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে।

চীনে রপ্তানি করা মার্কিন অপরিশোধিত তেলের ৪৮ শতাংশ ছিল ‘মিডিয়াম-সাওয়ার’ গ্রেড, যা মধ্য ঘনত্বের ও অধিক সালফারযুক্ত। এ ধরনের তেল যুক্তরাষ্ট্রের পরিশোধনাগারগুলো সহজেই ব্যবহার করতে পারে এবং অভ্যন্তরীণ বাজারেও এর চাহিদা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করে, তাহলে এই তেল দেশেই রাখা হতে পারে।

আবার, চীনে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ৪৪ শতাংশ তেল ছিল ‘লাইট-সুইট’ গ্রেডের, যার ইউরোপ ও ভারতের পরিশোধনাগারগুলোতে বেশ চাহিদা রয়েছে। ফলে এই তেলের রপ্তানি অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেপলার-এর তথ্য অনুসারে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনে রপ্তানি করা তেলের প্রায় অর্ধেক লুইজিয়ানা অফশোর ওয়েল পোর্ট থেকে পাঠানো হয়। এছাড়া, টেক্সাসের করপাস ক্রিস্টির কাছে এনব্রিজের ইংলেসাইড টার্মিনাল থেকে ২৫ শতাংশ রপ্তানি করা হয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অক্সিডেন্টাল পেট্রোলিয়াম চীনে অন্তত ১৩টি ‘লাইট-সুইট’ ডব্লিউটিআই মিডল্যান্ড তেলের চালান সরবরাহ করেছে বলে কেপলার-এর তথ্য থেকে জানা যায়।

তবে চীনের জন্য এই শুল্কের প্রভাব তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির মাত্র ১ দশমিক ৭ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা ২০২৩ সালের ২ দশমিক ৫ শতাংশের তুলনায় কম।

২০২৪ সালে চীন কানাডা থেকে তেল আমদানির পরিমাণ ৩০ শতাংশ বাড়িয়ে দৈনিক পাঁচ লাখ ব্যারেলের বেশি করেছে, যা ট্রান্স মাউন্টেন পাইপলাইনের সম্প্রসারণের কারণে সম্ভব হয়েছে।

কেএএ/