ক্যাম্পাস

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক ইমন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫ - ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ইমন আলী।

Advertisement

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে (ক্যাফেটেরিয়ায়) সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ইলিয়াছ প্রামানিক।

তিন সদস্যের নির্বাচন কমিশনের অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান ও বেরোবিসাসের সাবেক সদস্য মো. মাহফুজুল ইসলাম বকুল।

নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবু সাঈদ, যুগ্ম-সম্পাদক দৈনিক জনকণ্ঠের মো. কামরুজ্জামান পুলক , দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক কালের কণ্ঠের মো.আবুল খায়ের জায়ীদ ও কোষাধ্যক্ষ ক্যাম্পাস বাংলা অনলাইন পোর্টালের আল আমিন সাদিক ছায়েম।

Advertisement

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. সাজ্জাদুর রহমান, এডুকেশন টাইমসের মো. আজিজুর রহমান ও বাংলাভিশনের মো. শরীফুল ইসলাম।

নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইমন আলী বলেন, আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি। সবসময় এ ধারা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বেরোবিসাস বদ্ধপরিকর।

সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সাংবাদিক সমিতিকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ফারহান সাদিক সাজু/এএইচ/জিকেএস

Advertisement