বিনোদন

অভিষেককে চমকে দিলেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসারের অশান্তি নিয়ে বেশ কয়েক মাস ধরে বলিউডে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। গত মাসে বিচ্ছেদের জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে এ দম্পতি একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন।

Advertisement

এমনকী মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গেছে। ঐশ্বরিয়ার ওড়না ঠিক করতেও দেখা গিয়েছিল অভিষেককে। এবার অভিষেক বচ্চনের জন্মদিনে প্রেমময় বার্তা এলো ঐশ্বরিয়ার পক্ষ থেকে। এতে সত্যিই চমকে গেছেন অভিষেক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখলেন অভিষেক বচ্চন। এ উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বরিয়া। সহজ-সরল জুনিয়র বচ্চনকে দেখা যাচ্ছে গাড়ির স্টিয়ারিং হাতে। সেই ছবি পোস্ট করেই ঐশ্বরিয়া লিখলেন, ‘শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা এবং আলোয় কাটুক। শুভেচ্ছা রইলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

গত দেড় বছরে বচ্চন পরিবারের কোনো সদস্য তো দূরের কথা স্বামীর জন্মদিনেও কোনো শুভেচ্ছা বার্তা আসেনি ঐশ্বরিয়ার পক্ষ থেকে। কিন্তু বুধবার সকলকে চমকে দিয়ে সন্ধ্যার দিকে অভিষেকের জন্য সোশ্যাল মিডিয়ায় লিখলেন ঐশ্বরিয়া। তাদের সম্পর্ক যে আবার জোড়া লাগছে, এটি যেন এরই প্রমাণ বহন করছে। এতে তাদের ভক্ত-অনুরাগীরাও বেশ উচ্ছ্বসিত। ঐশ্বরিয়ার পোস্টের সবাই প্রশংসা করছেন, পাশাপাশি অভিষেকের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

Advertisement

অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যার সম্প্রতি জন্মদিনে অনুষ্ঠান হয়েছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেছে এ তারকা দম্পতিকে। এরপর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে।

      View this post on Instagram

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

গত বছর থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো সম্পত্তি ভাগের কারণে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনো বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে।

আরও পড়ুন অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ  অভিষেক নয়, ঐশ্বরিয়ার পক্ষে অমিতাভ 

এমনও শোনা গেছে, মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বরিয়ার মেয়েকে নিয়ে আলাদা থাকেন। সব কিছু দেখে এবার মনে হচ্ছে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। ফলে প্রকাশ্যেই অভিষেকের প্রতি ভালোবাসার জানালেন ঐশ্বরিয়া।

Advertisement

এমএমএফ/জিকেএস