শুধু পুলিশের মাধ্যমে চাঁদাবাজি বা হয়রানি নয়, এর বাইরেও যেকোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হলে (তার বিরুদ্ধে) সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরায় ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি আমার সহকর্মীদের নিয়ে শ্রমিক এবং মালিক উভয়ের সঙ্গে নিয়ে আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে, আমি দিতে প্রস্তুত। শুধু ট্রাফিক নয়, ঢাকা শহর, ঢাকাবাসী যাতে ভালো থাকে পুলিশে যত ধরনের ব্যবস্থা আছে সবই আমি গ্রহণ করছি। থানায় গিয়ে জিডি করতে গিয়ে যাতে মানুষ কোনো হ্যারেসমেন্ট-এর শিকার না হয়।
ডিএমপি কমিশনার বলেন, একটা থানায় জিডি হলে যাতে থানা পুলিশ আপনার কাছে পৌঁছায় সে ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন মালিক-শ্রমিকদের, কোন লোকের ওপর কোনো রকম হয়রানি করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এমন কিছু করে তাহলে সেটা আমার নোটিশে আনেন। আমি শক্ত ব্যবস্থা নেবো। আমার লোকদের বাইরেও যদি অন্যান্য চাঁদাবাজি, হয়রানি এমন কিছু হয় তাহলে সেগুলো আমার নোটিশে আনেন। আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।
Advertisement
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
কেআর/এমএইচআর/জেআইএম
Advertisement