‘আমি একজন মা, সন্তানহারা মা। আমার একটা মাত্র ছেলে সন্তান ছিল। আমি ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে আমার সন্তানকে সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়েছিলাম। স্বপ্ন ছিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা। কিন্তু আমার ছেলেকে আশুলিয়ায় মেরে লাশের স্তূপ করে আগুন দেওয়া হয়েছিল।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া এলাকায় শহীদ আসিফের মা।
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় কথাগুলো বলেন তিনি।
আরও পড়ুন শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধশহীদ আসিফের মা বলেন, এই সরকার আমাদের সন্তানদের রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার কেন তাদের রাষ্ট্রীয় সম্মান দিলো না? একাত্তরের শহীদদের জন্য যদি এত কিছু করা হয় তাহলে আমরা চব্বিশের শহীদের মা। আমাদের কেন কোনো মূল্য থাকবে না? আমরা কেন কোথাও গেলে হয়রানির শিকার হবো? আমরা চাই আমাদের ছাত্ররা আমাদের পাশে থাকুক, ড. ইউনুস আমাদের পাশে থাকুক।
এতদিনেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই মা বলেন, আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে কেন? আমি সবার কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার আরেকটা মেয়ে আছে। আমি তাকে কীভাবে মানুষ করবো? এরকম অনেক পরিবার আছে যারা ভাত পাচ্ছে না, কাপড় পাচ্ছে না।
Advertisement
তিনি বলেন, আমি ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে কত টাকা বেতন পেতাম? সেই টাকা দিয়েই আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়েছিলাম। আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি ইঞ্জিনিয়ারের মা হবো। কিন্তু আজকে আমাকে শহীদের মা হিসেবে সবার কাছে পরিচয় দেওয়া লাগছে। কিন্তু সেই শহীদ কি রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান পেয়েছে?
এমএইচএ/এএমএ/জিকেএস