আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তিস্তা নদীতে বিষ দেওয়ার অভিযোগ, ভেসে উঠছে শত শত মাছ

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর এক প্রান্তে শত শত মরা মাছ ভাসতে দেখা গেছে। কয়েক কিলোমিটারজুড়ে নদীতে এসব মাছ ভাসতে দেখা যায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিস্তা নদীতে মাছ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে মাছ ধরতে ভিড় করেন বহু মানুষ।

Advertisement

সকাল থেকেই স্থানীয়দের একাংশকে মাছ সংগ্রহ করতে দেখা গেছে। তবে কী কারণে হঠাৎ করে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে শুরু করেছে, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে।

এলাকাবাসীর দাবি, হয়তো কোনো বিষাক্ত রাসায়নিকের জন্য এসব মাছ মরে ভেসে উঠছে।

আরও পড়ুন>>

Advertisement

স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী বাংলাদেশকে ছাড়াই শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা ‘পরিবর্তিত’ বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা কেন কলকাতার বাঙালিদের?

জেলার সারদা পল্লীর জুবিলি পার্কের বাসিন্দা চৈতন্য রায়ের দাবি, মাছ মরছে মূলত নদীতে বিষ দেওয়ার কারণে। ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠছে এবং অনেক মাছ ধরা হয়েছে।

নদীতে মাছ ধরতে আসা গোবিন্দ রায় বলেন, এর আগে কখনো এভাবে মাছ ওঠেনি। এই প্রথম তিস্তা নদীর পানিতে মাছ ভাসতে দেখলাম। দুই কেজির মতো মাছ ধরেছি। রিঠা মাছ, বেরোলি, খোকসা মাছ ধরলাম। মনে হচ্ছে, বিষাক্ত কিছু পড়েছে। সে কারণেই মাছগুলো ভেসে উঠছে।

তবে কথিত এই বিষাক্ত মাছ বিক্রি বা খাওয়া কতটা নিরাপদ তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এসব মাছ খাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিডি/কেএএ/

Advertisement