দেশজুড়ে

ভোলায় ২০০ বছরের পুরোনো মেলায় দর্শনার্থীদের ভিড়

 

ভোলায় দৌলতখান উপ‌জেলার সৃ‌ষ্টিতলায় সরস্বতী পূজা উপল‌ক্ষে বসে প্রায় ২০০ বছ‌রের পু‌রোনো মেলা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থে‌কে মেলা শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। মেলায় বিকেল থেকে বাড়‌তে শুরু ক‌রে‌ ক্রেতা ও দর্শনার্থী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষের সমাগম হয়।

Advertisement

মেলায় ঘুরতে আসা ইন্দ্রানি, দিপা দে ও ন‌মিতা রানী রায় জানান, তারা বান্ধবীরা মিলে মেলায় ঘুর‌তে এসে‌ছেন। মেলার পাশাপাশি পা‌শের ম‌ন্দি‌রে নাম কীর্তন উপ‌ভোগ ক‌রে‌ছেন।

বোহানউ‌দ্দিন উপ‌জেলার কুতুবা এলাকা থে‌কে মেলায় আসা স্বর্ণা রানী দে, অ‌ভি‌জিৎ দে, শান্ত রানী দে ও শিল্পী রানী দে জানান, তারা প্রতি বছরের মতো এবারও পরিবারের সবাইকে নি‌য়ে মেলায় ঘুর‌তে এস‌ছেন। মেলা থে‌কে কেনাকাটা ক‌রে‌ছেন। এছাড়া মজার খাবারও খে‌য়ে‌ছেন।

একই উপ‌জেলার বোরহানগঞ্জ এলাকা থে‌কে আসা কিলটন ও র‌বিন ঘোষ জানান, দুপু‌রের দি‌কে লোকজন কিছু কম থাকলেও বিকেল ৪টা থে‌কে প্রচুর লো‌কের সমাগম হ‌য়ে‌ছে। এতে হাঁটার জায়গাও পাওয়া যাচ্ছিল না।

Advertisement

প্রিয়াংকা রানী দাস ও স‌বিতা রানী রায় জানান, মেলায় তারা সাচ্ছ‌ন্দ্যে ঘুরে বেড়া‌চ্ছেন। কোনো প্রকার সমস‌্যা নেই। পু‌লি‌শ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।

সৃ‌ষ্টিতলা মেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র হাওলাদার বলেন, প্রায় ২০০ বছর আগে এই এলাকার সিং বা‌ড়ির লোকজন প্রথম সরস্বতী পূজা উপল‌ক্ষে মেলা ও নাম কীর্তন অনুষ্ঠান শুরু ক‌রে। আমরা সেই পূজা ও মেলা ধ‌রে রে‌খে‌ছি। এই মেলা আমা‌দের ঐতিহ্য। আমা‌দের পরবর্তী প্রজন্মও এটি ধ‌রে রাখ‌বে ব‌লে প্রত্যাশা করি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জিল্লুর রহমান জানান, মেলায় অ‌নেক মানু‌ষের সমাগম হ‌য়ে‌ছে। অপ্রীতিকর ঘটনা এড়া‌তে নিরাপত্তার জন‌্য পু‌লিশ মোতা‌য়েন ক‌রা হয়।

জু‌য়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

Advertisement