রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মন্দির, মণ্ডপ, বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পূজা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ডেপুটি প্রেস সেক্রেটিরি জানান, মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় পূজা মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল ও অন্যান্য প্রতিষ্ঠানসহ ৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। দুইটি বিভাগে ছাত্রীরাও পৌরোহিত্য করেছেন, যা অভূতপূর্ব ঘটনা। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিভিন্ন উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা সবার সঙ্গে মতবিনিময় করেছেন। খুব সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা পালিত হয়েছে বলে তিনি জানান।
সারাদিন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সব জায়গাতেই উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হতে দেখেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য কাজ করেছে বলেও জানান তিনি।
এমইউ/এএমএ
Advertisement