আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থাব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার এবং লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের কঠোর শুল্কনীতির জবাব কীভাবে দেবে চীন, কানাডা, মেক্সিকো?মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের তিন প্রধান বাণিজ্যিক অংশীদার— কানাডা, মেক্সিকো ও চীন। দেশগুলোর ওপর ৪ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নতুন শুল্কহার। ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত শুল্কের তুলনায় এবারের শুল্কের হার আরও কঠোর। এই নীতিকে অনেকেই নতুন বাণিজ্য সুরক্ষাবাদের সূচনা হিসেবে দেখছেন।

তিন দেশের ওপর শুল্ক আরোপ, কষ্ট করতে হবে মার্কিনিদেরও: ট্রাম্পমেক্সিকো, কানাডা এবং চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় সাময়িক সময়ের জন্য মার্কিন নাগরিকদেরও কষ্ট সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোমবার সকালেই বড় ধরনের ধাক্কা খেয়েছে এশিয়ার শেয়ারবাজার। সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে বড় বড় কোম্পানিগুলোর আয় কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।

Advertisement

কানাডা-মেক্সিকো-চীনের নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্পশুল্ক আরোপের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কানাডা, চীন এবং মেক্সিকোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন। একদিন আগেই কানাডা থেকে আসা পণ্যের উপর ২৫ শতাংশ এবং দেশটির জ্বালানি পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। একই সময়ে মেক্সিকো থেকে আসা পণ্যে ২৫ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

ইইউ’র ওপর অবশ্যই শুল্ক আরোপ হবে, জানালেন ট্রাম্পমেক্সিকো, কানাডা, চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইইউর বিরুদ্ধে নতুন শুল্ক ‘অবশ্যই আরোপ হবে’ এবং তা শিগগির কার্যকর করা হবে। তবে যুক্তরাজ্যের বিষয়ে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছেন তিনি।

ইলন মাস্কের ঘোষণা/ ইউএসএআইডি বন্ধে সম্মতি দিয়েছেন ট্রাম্পমার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি ব্যয় সংকোচনের দায়িত্বে থাকা মাস্ক সোমবার (৩ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

ট্রাম্পের শুল্কনীতির প্রভাব/ ভারতের শেয়ারবাজারে ধস, রুপির রেকর্ড দরপতননতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একইসঙ্গে, ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে গেছে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভারতসহ গোটা এশিয়ার অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

তিন দেশে ট্রাম্পের শুল্ক আরোপ, এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কাকানাডা, মেক্সিকো এবং চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোমবার সকালেই বড় ধরনের ধাক্কা খেলো এশিয়ার শেয়ারবাজার। সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে বড় বড় কোম্পানিগুলোর আয় কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্র/ ইঞ্জিনে ত্রুটি, প্লেন থেকে সরিয়ে নেওয়া হলো শতাধিক যাত্রীকেযুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিউস্টন বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ইঞ্জিনে ত্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছেন, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গে রোহিঙ্গা সন্দেহে গ্রেফতার ৪ভারতের হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে এক নাবালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোহিঙ্গা সন্দেহে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে শালিমার রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করে হাওড়ার রেল পুলিশ (জিআরপি)।

কেএএ/এএসএম