যারা লিফলেট বিতরণ করবেন তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, লিফলেটে যা লেখা হচ্ছে তা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুমকিস্বরূপ। পতিত স্বৈরাচারের দোসররা অনেক কিছু করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, তারা অনলাইনে মিস ইনফরমেশন দিচ্ছে। অতীত স্বৈরাচারকে তারা এখনো বলছে প্রাইম মিনিস্টার। এগুলো আমরা দেখেছি, মনিটর করছি।
যারা লিফলেট বিতরণ করবেন, এ ধরনের কর্মসূচিতে যাবেন তাদের গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
Advertisement
তিনি জানান, লিফলেট বিতরণকালে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছিল ঢাকা শহরে তারা ৭০টি স্থানে লিফলেট বিতরণ করবে। তারা মাত্র তিনটা জায়গায় লিফলেট বিতরণের চেষ্টা করেছে। সেখানে তাদের গ্রেফতার করা হয়েছে।
তারা অনলাইনে অনেক কিছু নিরূপণ করছেন। পালিয়ে থেকে এ ওনাকে দেন ও তাকে দেন, এখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গে, সেখান থেকে আমেরিকায়, ওদের কাজই হচ্ছে অনলাইনে।
তিনি বলেন, চুরির টাকাতো কোনো না কোনো ভাবে ব্যয় করতে হবে।
এমআইএইচএস/এএসএম
Advertisement