আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপের জন্য বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রশিদকে। বাংলাদেশ হকি ফেডারেশন সোমবার মামুনুর রশিদকে ফোন করে এ সিদ্ধান্ত জানিয়েছে। ৯ ফেব্রুয়ারি তার সঙ্গে চুক্তি করবে ফেডারেশন।
Advertisement
দীর্ঘ প্রায় ১০ বছর পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরছেন জাতীয় দলের সাবেক এই তারকা খেলোয়াড়। এর আগে ২০১৫ সালে ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ তে তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন সিঙ্গাপুরে।
নতুন করে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ‘আজ (সোমবার) ফেডারেশন থেকে আমাকে ফোন করে কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে। আমাকে ফেডারেশনে যেতে বলা হয়েছে ৯ ফেব্রুয়ারি। ওই দিন আমার সাথে চুক্তি হবে এবং আমি আমার পরিকল্পনাগুলো উপস্থাপন করবো।’
আগামী ২০ ফেব্রুয়ারি হবে জাতীয় দলের খেলোয়াড়দের কুপার টেস্ট। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.) জানিয়েছেন, এই কুপার টেস্টের জন্য প্রায় ৬০ জন খেলোয়াড়কে তারা ডেকেছেন।
Advertisement
ফেডারেশন বয়সের কথা বলে বাদ দিয়েছে দেশের অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে। ফেডারেশনের সিদ্ধান্ত ৩২ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবে না, তার পারফরম্যান্স ও ফিটনেস যতই ভালো থাক। এ নিয়ে হকি অঙ্গনে তীব্র সমালোচনা হয়েছে এবং হচ্ছে।
আপনারা কি বয়সের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই আছেন? নাকি জিমিকে ডাকবেন? জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আগের সিদ্ধান্তই আছে। এ বিষয়ে কোনো আপডেট করতে হলে সভার মাধ্যমে করতে হবে। আমি তো একা কিছু বলতে পারবো না। নির্বাহী কমিটির বা এ সংশ্লিষ্ট কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’
ব্যক্তিগতভাবে আপনি কী মনে করেন? এ নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে। ‘আমি একা কিছু মনে করলে তো হবে না। সবাই মিলে যে সিদ্ধান্ত নেয় সেটাই হবে’-জবাব ফেডারেশনের সাধারণ সম্পাদকের।
আরআই/এমএমআর/এএসএম
Advertisement