দেশজুড়ে

তৌহিদের খুনিরা স্বৈরাচার সরকারের প্রেতাত্মা: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যুবদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। অভিযোগ আসতেই পারে। অভিযোগ মিথ্যাও হতে পারে। যুবদল নেতা তৌহিদকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। বাংলাদেশের আইনের সর্বোচ্চ বিচার হোক আমরা সেটাই প্রত্যাশা করি। খুনিরা স্বৈরাচার সরকারের প্রেতাত্মা। তাদের সর্বোচ্চ বিচার হতে হবে।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) নিহত তৌহিদের নিজ বাড়ি কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামে কুলখানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে একটি বিচার করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিয়েছেন। সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছে। আইএসপিআর তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। কিন্তু এ বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এদের প্রত্যেকের বিচার করতে হবে। সিভিল কোর্টের বিচার সিভিলে হবে। সেনাবাহিনীর বিচার সেনাবাহিনী করবে।

এসময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনায়ারুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে গত ৩০ জানুয়ারি রাত আড়াইটার দিকে যৌথবাহিনী পরিচয়ে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুর ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন গোমতী নদীর পাড় থেকে তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে দেখেন তৌহিদের মরদেহ পড়ে রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি পাঁচথবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্ট কোম্পানিতে চাকরি করতেন। তারা চার ভাই ও তিন বোন। ভাইদের মধ্যে তৌহিদুল তৃতীয়। তৌহিদুলের মা ২০ বছর আগে মারা গেছেন। তার সংসারে স্ত্রী ও চার মেয়ে রয়েছেন। স্বামীকে হারিয়ে দিশাহারা তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

Advertisement