ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ইমা আক্তারের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। তার ভর্তিসহ পড়াশোনার সব খরচ বহন করবে এ প্রতিষ্ঠানটি।
Advertisement
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিনিধি দল ইমা আক্তারের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার পূর্ব হাসামদিয়ায় গিয়ে তার হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেয়। একই সঙ্গে তার পড়ালেখার সব খরচ বহন করবে বলে আশ্বস্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা।
ইমা আক্তার বলেন, বাবা গ্রামে ভাড়ায় ছোট্ট একটা মুদি দোকান চালান। আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পেয়েছি। তবে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও উপজেলা প্রশাসন এবং পুলিশসহ সবাই আমার পাশে দাঁড়িয়েছে। আর্থিকভাবে সহায়তা করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ।
ইমার বাবা বিল্লাল হোসেন বলেন, আমার মেয়ে এই বছর ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছে। মেয়েকে ঠিকমতো লেখাপড়ার খরচ দিতে পারিনি। অনেক কষ্টে লেখাপড়া চালিয়েছি। আমার স্ত্রী অসুস্থ। তিনি প্যারালাইজডের রোগী।
Advertisement
তিনি আরও বলেন, সামান্য মুদি দোকানি করে কিছু টাকা আয় করি। আগামী মাসের দুই তারিখের পর ইমার ভর্তি হতে হবে। মেয়েকে কীভাবে ভর্তি করাবো তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি ফেরদৌস সানজিদ নিশো বলেন, ইমা আক্তারের মেডিকেলে ভর্তির ব্যবস্থাসহ তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে ট্রাস্ট। ভবিষ্যতে ইমা যদি বিদেশে গিয়ে পড়তে চান তারও সব খরচ বহন করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি দল ইমার বাড়ি গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেয়। এজন্য ব্রিটিশ বাংলা ওয়েল ফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, হতদরিদ্র পরিবারের মেয়ে ইমা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে তার পাশে দাঁড়িয়েছি। তার যে কোনো সমস্যায় পাশে থাকবো।
Advertisement
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম