দিনাজপুরের চিরিরবন্দরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক রফিকুল ইসলাম সই করা পত্র থেকে বিষয়টি জানা গেছে।
Advertisement
নিয়োগপ্রাপ্তরা হলেন, নশরতপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, ইসবপুর ইউনিয়নে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাইদুল ইসলাম ও পুনট্টি ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী।
জনসেবা কার্যক্রম গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মামলাসহ দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে এই প্রশাসকদের নিয়োগ দেয়া হয়েছে।
জানা যায়, ৫ আগস্টের থেকে ইউনিয়নগুলোর চেয়ারম্যানরা পরিষদে আসছেন না। এতে পরিষদের জনসেবা ও দাপ্তরিক কাজে ভোগান্তি ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ওই ইউনিয়নে প্রশাসকি নিয়োগ দেন।
Advertisement
ওই চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মনোনয়নকৃত কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা জানান, ইউনিয়নগুলোর সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এজন্য জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।
এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম
Advertisement