গণমাধ্যম

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন তিনজন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছেন তিন সাংবাদিক।

Advertisement

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে এই তিন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

ফেলোশিপ বিজয়ী সাংবাদিকরা হলেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম, মোহনা টেলিভিশনের মনিরুল ইসলাম ও সমকালের হাসান হিমালয়।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন, মোহনা টিভির সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ।

Advertisement

এসময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মাণিক, শাহনাজ মুন্নী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

আরএএস/এমআইএইচএস/জিকেএস