আইন-আদালত

চট্টগ্রামে পুলিশি অভিযানে ২৫ জন গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

Advertisement

আরও পড়ুন

১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৮০৭৯ চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গ্রেফতার আসামিরা হলেন- কোতোয়ালি থানার মোক্তার আলম (৩৬); বাকলিয়া থানার কামাল হোসেন (৪৪); মো. কোরবান ওরফে কোরবান আলী (২৪); সদরঘাট থানার চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৫৭); চকবাজার থানার সাজন মিয়া (৩৭); খুলশী থানার ইফরান উদ্দিন চৌধুরী (৩১), আরকান উদ্দিন (২০); বায়েজিদ বোস্তামী থানার এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), ইসতিয়াক হাসান ইমন (২৭); চান্দগাঁও থানার নাজের উদ্দিন ওরফে নুরু (৫৬); ডবলমুরিং মডেল থানার শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১); বন্দর থানার শফি আলম ওরফে বাদশা (৪৭); হালিশহর থানার মোহাম্মদ আলী (৪০); পাঁচলাইশ থানার আসামি মো. জুলহাস (১৯), শাহীন আলম (১৯), পাহাড়তলী থানার মো. সোহেল (৩৫); আকবরশাহ থানার মো. হাসান (২৫), মো. সুমন (২৪); ইপিজেড থানার আসামি ৩৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক নিজামুল হক নিজাম (৩৫); পতেঙ্গা থানার সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) এবং কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (৪০)।

এমডিআইএইচ/ইএ/এমএস

Advertisement