ক্যাম্পাস

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক আবু সাঈদ: মাহমুদুর রহমান

শহীদ আবু সাঈদ সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে আছেন বলে উল্লেখ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান।

Advertisement

তিনি বলেন, এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন শহীদ আবু সাঈদ। বিপ্লবের প্রেরণা হিসেবে আগামী প্রজন্ম ‘চে গুয়েভারা’ নয়, আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি গায়ে দেবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই আবু সাঈদের আত্মত্যাগ সার্থক হবে।

Advertisement

মাহমুদুর রহমান আরও বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছেন। আবু সাঈদ জীবন দিয়ে বাঙালির মন থেকে ভয় উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সব বিপ্লবে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছেন।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শওকাত আলী, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি প্রমুখ।

ফারহান সাদিক সাজু/জেডএইচ/এমএস

Advertisement