আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশে মাত্র ২ জনের হাতে গেছে ২৯ মিলিয়ন ডলারের ফান্ড: ট্রাম্পবাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অনুদানের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র দুইজন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান।

ট্রাম্পের ‘২১ মিলিয়ন ডলার’ মন্তব্যে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড়মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তার দেশ ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার ব্যয় করেছে। তার এই মন্তব্য নিয়ে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া: যুদ্ধবিমান কিনতে চাপের মুখে ভারতএশিয়ার অন্যতম বৃহৎ বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী ‘অ্যারো ইন্ডিয়া’ প্রতিবারই অস্ত্র বাণিজ্যে আলোড়ন সৃষ্টি করে। তবে গত ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়া এবারের আসর ছিল আরও উত্তেজনাপূর্ণ। এর একটি বড় কারণ ছিল রাশিয়ার উন্নততম স্টিলথ যুদ্ধবিমান এসইউ-৫৭’র উপস্থিতি। এটি শুধু ভারতে প্রথমবার প্রদর্শিত হয়নি, বরং প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি সমতুল্য এফ-৩৫’র সঙ্গে একই মঞ্চে এসেছিল।

Advertisement

ছয় ইসরায়েলির বিনিময়ে ছাড়া পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনিযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চলছে। জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয় ইসরায়েলিকে ছাড়বে হামাস। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি।

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে, মার্কিন সামরিক নেতৃত্বে এটি বড় ঝাঁকুনি।

খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের হুমকি আমেরিকারইউক্রেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাগ দিতে রাজি না হলে দেশটিতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বিধিনিষেধ, আদালতে গেলো পিটিআইপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন দাখিল করেছেন। এতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছে।

Advertisement

ব্রাজিলে বিশাল সিঙ্কহোল, ঝুঁকিতে শত শত মানুষব্রাজিলের আমাজনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত বুরিটিকুপু শহর ধীরে ধীরে মাটির নিচে চলে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক মিটার গভীর বিশাল সিঙ্কহোল কর্তৃপক্ষকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছে।

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১০ দিনে নিহত ৫৩মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ কমপক্ষে ৩৫টি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডার দিয়ে হামলা চালায় জান্তা বাহিনী।

অভিবাসীদের কাজে লাগানোর সেরা উদাহরণ স্পেনঅর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসনকে কাজে লাগানোর এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে স্পেন। দেশটির মোট জনসংখ্যার ১৮ দশমিক ১ শতাংশেরই জন্ম হয়েছিল অন্য কোনো দেশে। ২০০৮ সালের আর্থিক মন্দার পর বেশ কয়েক বছর হতাশায় নিমজ্জিত ছিল স্পেনের অর্থনীতি। কিন্তু বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিবেচনায় সামনের সারিতে রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, স্পেনের এই উন্নতির পেছনে রয়েছে দেশটির উদার অভিবাসন নীতি।

কেএএ/এমএস