ক্যারিয়ারজুড়ে অনেক সিনেমায় অভিনয় করে নজড় কেড়েছেন রবার্ট প্যাটিনসন। তবে ‘ব্যাটম্যান’ তারকা হিসেবে জনপ্রিয় তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু কেন?
Advertisement
কারণ হিসেবে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি এবং হলিউডে ধর্মঘটের কারণে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। ভ্যানিটি ফেয়ারের সাথে একটি খোলামেলা সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সেইসঙ্গে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগের কথাও শেয়ার করেছেন।
‘চলচ্চিত্র শিল্পের জন্য গত কয়েক বছরে অনেক চ্যালেঞ্জিং সময় গেছে। কোভিড ছিল এবং তারপর ধর্মঘট চলে আসে। সবাই বলছিল সিনেমা মরে যাচ্ছে। আর সেটা বেশ হতাশ করছি আমাকে’- প্যাটিনসন বলেছিলেন। তিনি আরও বলেন, ‘আমি আসলে প্রায় পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এটা সত্যিই একটু উদ্বেগজনক হয়ে উঠছিল।’
অভিনেতা বলেন, ‘সে সময়টাতে মনে হচ্ছিল সিনেমা বন্দি হয়ে গেছে। সব স্টুডিওভিত্তিক ছিল। অনেক বেশি আবদ্ধ। মনে হচ্ছিল সবাই দিশাহীন হয়ে পড়েছে। কারো কাছেই আশা জাগানিয়া কিছু ছিল না।’
Advertisement
তবে প্যাটিনসন সম্প্রতি ঘটে যাওয়া কিছু ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। এই পরিবর্তনগুলো সিনেমার প্রতি আগ্রহ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন তিনি। আসন্ন আসন্ন অস্কার প্রতিযোগিতা নিয়ে সবার উন্মাদনাকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
চলতি বছরে সায়েন্স ফিকশন ‘মিকি ১৭’ ছবিতে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। এই নতুন চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। আর তার ‘ব্যাটম্যান’ সিরিজের নতুন ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।
এলআইএ/জিকেএস
Advertisement