দেশজুড়ে

মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক

হবিগঞ্জের মাধবপুরে মোবাইলে কথা বলায় নিজের মেয়ে রানু বেগমকে (১৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মঈন উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, মঈন উদ্দিনের মেয়ে রানু মোবাইলে অতিরিক্ত কথা বলতো। ফোনে কথা বলতে নিষেধ করে আসছিলেন মঈন উদ্দিন। বুধবার দুপুরে মেয়েকে ফোনে কথা বলতে দেখে শাসন করেন।

এক পর্যায়ে রানু রেগে গিয়ে বাবার সঙ্গে তর্কে লিপ্ত হয়। এসময় রাগান্বিত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন মঈন উদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যায় রানু।

Advertisement

মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফিরে কৃষি কাজ করতেন। তার ৩ ছেলে ২ মেয়ে রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস

Advertisement