বিনোদন

সাইফকে হাসপাতালে নেওয়া অটোচালক পেলেন মোটা অংকের পুরস্কার

১৬ জানুয়ারি রাতের ঘটনা। সময় তখন রাত আনুমানিক আড়াইটে বা ৩টা। মুম্বাইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি।

Advertisement

ওই নারী চিৎকার করে বলছিলেন, ‘রিকশা! রিকশা!’

চিৎকার শুনতে শুনতে ভজন প্রথমে কিছুটা এগিয়ে গেলেও পরে গাড়ি ঘুরিয়ে ওই বহুতলের গেটের সামনে অটো থামান। সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সাইফ আলি খান হিসেবে। সাইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে।

ভজন দেরি না করে যত দ্রুত সম্ভব সাইফকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ভজন সিংহ রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে একটি সংস্থা।

Advertisement

পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘সেই সময় আমার একমাত্র লক্ষ্য ছিল তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া। তখন তো আমি বুঝতেই পারিনি, আমার অটোতে এত বড় একজন তারকা বসে আছেন। ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কারও জীবন বাঁচানোর চেষ্টা করতে পারা নিজেই একটা পুরস্কারের মতো।'

সাইফ আলি খানকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় ভজনের এই উদ্যোগ এখন প্রশংসিত হচ্ছে সর্বত্র।

এলআইএ/জিকেএস

Advertisement