আইন-আদালত

শাকিল-ফারজানা দম্পতির জামিন চেম্বারে স্থগিত

পোশাককর্মী রুবেল হত্যায় রাজধানীর আদাবর থানার মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদের জামিন বিষয়ে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

Advertisement

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত মঙ্গলবার (২১ জানুয়ারি) এ আদেশ দেন। বুধবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত সোমবার হাইকোর্টে এই সাংবাদিক দম্পতির জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার তাদের জামিন স্থগিত করেন চেম্বার বিচারপতি।

আরও পড়ুন শিক্ষার্থীদের কঠোর হস্তে দমনে উসকানি দেন ফারজানা-শাকিল সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ আটক

এর আগে পোশাককর্মী রুবেল হত্যায় রাজধানীর আদাবর থানার মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠান আদালত। গত ৩১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

Advertisement

ওইদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাদের আদালতে হাজিরা করা হয়েছিল। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ আগস্ট শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন গ্রেফতার দেখানো হলো রুপা ও শাকিলকে

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Advertisement

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে শাকিল-ফারজানা ছাড়াও রয়েছেন- শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এফএইচ/এমকেআর/জিকেএস