পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস এম শাহিনের বিরুদ্ধে ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। বুধবার (২২ জানুয়ারি) দুদক সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে এ মামলা করেন। ডা. শফিক বর্তমানে স্বাধীনতা চিকিৎসা পরিষদের (সাচিব) পটুয়াখালী জেলা সভাপতি।
Advertisement
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার ভ্যাট ও ট্যাক্স খাতের টাকা বিভিন্ন ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।
মো. শফিকুল ইসলাম ও এস এম শাহিন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করে অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে মামলার এজাহারে উল্লেখ করা হয় একই অপরাধে সাবেক পৌরসচিব মো. হেলাল উদ্দিনের নামও ছিল, কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় তাকে এজাহার থেকে বাদ দেওয়া হয়।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস
Advertisement