বিনোদন

যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী

নিজে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বর্ষীয়ান অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা।

Advertisement

এটি গেল সোমবারের ঘটনা। প্রতিদিনের মতো ওষুধ খেতে গিয়েছিলেন জিনাত। তখনই একটি ওষুধ তার গলায় আটকে যায়। শ্বাসনালিতে ওষুধটি চলে যাওয়ায় দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে কোনোমতে সেই পরিস্থিতি থেকে তাকে তার পুত্র উদ্ধার করেন।

৭৩ বছরের অভিনেত্রী মঙ্গলবার একটি পোস্ট করে জানান ঠিক কী ঘটেছিল। সোমবার সব কাজ সেরে বাড়ি ফিরেছিলেন তিনি। পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে ঘুমাতে যাওয়ার আগে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে যান। জিনাত লিখেছেন, ‌‘আমি ওষুধটা মুখে দিয়েই একটু জল খাই। সঙ্গে সঙ্গে মনে হয়, দম আটকে আসছে। গলায় আটকে গিয়েছিল ওষুধ। এমনভাবে ওষুধটা আটকে গিয়েছিল আমি গিলতেও পারছিলাম না, আবার উগরে দিতেও পারছিলাম না। কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। অনবরত জল পান করতে থাকি। গ্লাস খালি হয়ে যায়। কিন্তু ওষুধটা গলাতেই আটকে ছিল।’

তিনি আরও লেখেন, ‘তখন বাড়িতে আমার সঙ্গে কেউ ছিল না। শুধু একটি কুকুর ও পাঁচটি বেড়াল ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসকের ফোনও ব্যস্ত ছিল।’

Advertisement

অবশেষে জিনাতের পুত্র জাহান এসে তাকে বাঁচান। পানি খাওয়ার পর গলার মধ্যেই ওষুধটা গলে গিয়েছিল। তারপরও কয়েক ঘণ্টা অনবরত জল পান করেন জিনাত আমান। আসলে তিনি এ ঘটনায় অনেক ভয় পেয়ে যান।

এলআইএ/জিকেএস