জাতীয়

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

Advertisement

স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভার ফাঁকে এ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস

সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

Advertisement

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস।

এমইউ/বিএ/জেআইএম