২০২০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর প্রথম সিজনটি ব্যাপক সাড়া ফেলেছিল। পাঁচ বছর পর গত ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে সিরিজটির সিক্যুয়েল ‘পাতাল লোক ২’। এটি এখন আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। মুক্তির পর সিরিজটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক।
Advertisement
নেট দুনিয়ায় দেখা গেল সুদীপ শর্মা এবং অবিনাশ অরুণ ধাওয়ারের তৈরি এই সিরিজ নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। এটি নিয়ে অনেকে তাদের অনুভূতির কথা লিখেছেন। সেসব লেখায় দর্শকরা সিরিজটিকে 'মাস্টারপিস' হিসেবে অভিহিত করেছেন। এক ভক্ত এক্স (টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘পাতাল লোক ২’ একটানা দেখার মতো উত্তেজনা নিয়ে আগ্রহ ধরে রাখে। এটি সত্যিই একটি মাস্টারপিস।’
আর একজন লেখেন, ‘পাতাল লোক সিজন ২, সিজন ১ এর থেকে ভালো!!! সুদীপ শর্মা তার লেখা দিয়ে একেবারে ছিটকে দিয়েছেন। @JaideepAhlawat স্যার আপনি সবকিছুতেই অসাধারণ। কী অপূর্ব স্টোরিলাইন আর গল্পের শেষটা তো সত্যি আলাদা করে প্রশংসার দাবি রাখে।’
আরেকজন লেখেন, ‘সবেমাত্র পাতাল লোক ২ শেষ করলাম। গল্পটা আপনাকে এমন ভাবে আটকে রাখবে যে, পুরোটা শেষ না করে উঠতে পারবেন না। তবে হ্যাঁ এখানে আরেকটা ‘হাথোড়া ত্যাগী’-এর আশা করবেন না। এই সিজনের একটা আলাদা আবহ রয়েছে। জয়দীপ আহলাওয়াত বরাবরের মতোই সবাইকে মাত দিয়েছেন!’
Advertisement
অনেকের মতে ‘পাতাল লোক’ প্রথম সিজনের মতোই জয়দীপ আহলাওয়াতের অভিনয় এই সিজনেরও প্রাণ। প্রথম সিজনের মতো এখানেও তিনি হাতি রামের চরিত্রকে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। বাহ্যিক শক্তি আর মনের মধ্যে থাকা অসুরের সঙ্গে লড়াই করে পাক্কা পুলিশ হয়েই তিনি ধরা দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “জয়দীপ আহলাওয়াত হাতিরাম চরিত্রে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন, তার অভিনয়ে গভীরতা এবং জটিলতা রয়েছে।”
এছাড়া ইশওয়াক সিং-এর আনসারি চরিত্রটিও অত্যন্ত মাপা। তিলোত্তমা সোমের নতুন চরিত্র এসপি মেঘনা বড়ুয়া অত্যন্ত দাপুটে অভিনয় করেছেন। একজন মা ও দক্ষ পুলিশ অফিসারের দ্বৈত চরিত্রে তার পারফরম্যান্স অনবদ্য। উত্তর-পূর্বের অভিনেতারাও দারুণ অভিনয় করেছেন। রোজ লিজোর চরিত্রে মেরেনলা ইমসঙের, বা কেনের চরিত্রে জাহ্নু বড়ুয়া অসামান্য।
২০২০ সালে মুক্তি পাওয়া এই সিরিজটির প্রথম পর্ব দুর্দান্ত গল্প ও কাস্টের জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এটি ভারতীয় সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছিল। অপরাধ ও দুর্নীতির মতো ঘটনাগুলিকে নিয়ে তৈরি করা হয়েছিল। নতুন সিজনটি এই কাহিনীকে আরও গভীরে নিয়ে গেছে উত্তেজনাপূর্ণ কাহিনিবিন্যাস ও সংলাপের মধ্য দিয়ে। নির্মাতারা যেমন গল্পের মাধুর্য ধরে রেখেছেন, তেমনি নতুন বিষয়বস্তু নিয়ে এসেছেন। নাগাল্যান্ডকে কেন্দ্র করে সামাজিক-রাজনৈতিক বিভাজনের মতো সংবেদনশীল বিষয় এই সিরিজকে গভীরতর করেছে। যারা প্রথম সিজন পছন্দ করেছিলেন, তাদের সিজন-টুও ভাল লাগবে বলে আশা করা যায়।
এলআইএ/এমএস
Advertisement