জাতীয়

প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান, জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউসজেন। বার্ষিক এই সম্মেলনটি আসন্ন ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে।

Advertisement

মঙ্গলবার (২১ জানুয়ারি) জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউসজেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জুলাইয়ের অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টাভুয়া প্রচারণা বন্ধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন প্রধান উপদেষ্টা

হিউসজেন বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুয়া সংবাদ এবং ভুল তথ্য প্রচারের জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

Advertisement

পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর মতো একটি আইন প্রণয়ন করতে পারে, যা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কন্টেন্ট প্রচারে সতর্ক থাকার জন্য বাধ্য করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মুর্শেদও বৈঠকে অংশ নেন।

এমইউ/এএমএ

Advertisement