জাতীয়

তিমোর-লেসতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সাইডলাইনে তিমোর-লেসতের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকালে তাদের মধ্যে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement

মঙ্গলবার (২১ জানুয়ারি) তিমোর-লেসতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় চার দিনের সফরে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখে পৌঁছান।

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

এমইউ/এএমএ

Advertisement