বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। তারপর দাবি করা হয়, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। মুম্বাই পুলিশের বরাতে এমন সংবাদ ছড়িয়েছে ভারতের গণমাধ্যমে।
Advertisement
তবে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের আইনজীবী সন্দ্বীপ শেখানি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তার মক্কেল পরিবারের সঙ্গে গত সাত বছরেরও বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। শেহজাদ বাংলাদেশি নন।
সাইফের ওপর হওয়া হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার তদন্ত চলাকালীন গতকাল রোববার সকালের দিকে মহারাষ্ট্রের থানের থানের হীরানন্দনি এস্টেট থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর তাকে মুম্বাইয়ের একটি আদালতে তোলার পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সেসময় অভিযুক্তের একজন আইনজীবী বলেছেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
Advertisement
আইনজীবী সন্দ্বীপ বলেন, ‘শেহজাদকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং আদালত এই সময়ের মধ্যে পুলিশকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি যে বাংলাদেশি, এর পক্ষে কোনও প্রমাণ পুলিশের কাছে নেই। ছয় মাস আগে তিনি এখানে এসেছেন পুলিশের এমন দাবিও মিথ্যা। এটি ভারতীয় দণ্ডবিধির ৪৩-এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কারণ এই মামলায় সঠিক তদন্ত করা হয়নি।’
একই সঙ্গে আলোচিত এই মামলায় পদ্ধতিগত ত্রুটিরও অভিযোগ করেছেন আইনজীবী সন্দ্বীপ শেখানি। এছাড়া যে কারণে অভিযুক্তকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আইনজীবী সন্দ্বীপ শেখানি বলেন, ‘মামলায় ফাঁক-ফোকর আছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি হয়নি। পুলিশি হেফাজত দেওয়া হলেও রিমান্ড কপি বা এফআইআর কপিতে জীবনের হুমকি বা হত্যার হুমকির কোনও উল্লেখ নেই। তা সত্ত্বেও ধারাগুলো যুক্ত করা হচ্ছে। এই ঘটনায় হত্যার কোনও উদ্দেশ্য ছিল না।’
অভিযুক্ত শেহজাদের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার মক্কেল গত সাত বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে বসবাস করছেন। তাকে বাংলাদেশি নাগরিক দাবি করাটা মিথ্যা।
Advertisement
প্রসঙ্গত, মুম্বাই পুলিশের তথ্যমতে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরের দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাসায় ডাকাতির উদ্দেশে প্রবেশ করেন শেহজাদ। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে সাইফ আলি খানকে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি। বলিউডের এই অভিনেতার ঘাড়ে ও মেরুদণ্ডের কাছে গুরুতর জখম হয়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা বলেছেন, সাইফ আলি খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
হামলার এই ঘটনা পূর্বপরিকল্পিত ছিল কি না তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে শেহজাদের কোনও সহযোগী ছিলেন কি না, সেটি জানতেও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এলআইএ/এএসএম