ক্যাম্পাস

ঢাবি ফারসি বিভাগের নারী শিক্ষার্থীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার‌সি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।

Advertisement

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পান বিজয়ী দল পারভীন এতেসামি থেকে ২য় বর্ষের শাহানা আক্তার এবং ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সিমিন দানেশভার দল থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এ ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষা ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সব শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোনো বিকল্প নেই। বিভাগের মেয়েদের নিয়ে এমন একটি আন্ত:ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় এবং অন্যদের জন্য উদাহরণ সৃষ্টিকারী অনুপ্রেরণাস্বরুপ।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, বিভাগের ছাত্রীদের ক্রীড়াচর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১২ টি দল।

টুর্নামেন্টকে সফল করতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সুখবর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

এমএইচএ/এএমএ