জাতীয়

তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এ অভিযান শুরু হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

রেলওয়ের কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ অভিযানে সহায়তা করা হচ্ছে।

এর আগে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। এতে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য বলা হয়। পরে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান শুরু করে। সেই অভিযান অব্যাহত আছে।

Advertisement

গত ৬ জানুয়ারি মালিবাগে অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এনএস/এসএনআর/জিকেএস