অমর একুশে বইমেলা ২০২৫ এর স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই লটারি হয়।
Advertisement
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব সরকার আমিনসহ প্রকাশকরা উপস্থিত ছিলেন।
লটারি পুরোনো প্রকাশকদের প্যাভিলিয়ন (২৪×২৪), প্যাভিলয়ন (২০×২০), ৪ ইউনিট, ৩ ইউনিট, ২ ইউনিট (সাধারণ) ১ ইউনিট (সাধারণ), শিশু-৩, শিশু-২, এবং শিশু-১ হিসেবে ভাগ করে অনুষ্ঠিত হয়। অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে লটারি সম্পন্ন হয়। নতুন প্রকাশকদের জন্য লটারি আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে।
লটারি শেষে প্রকাশকদের উদ্দেশ্যে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, আমরা প্রত্যেকটা কাজ সবার অংশগ্রহণমূলক করতে চেয়েছি। প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা একটা বৃহৎ কমিটির মাধ্যমে নিতে চেয়েছি। কমিটিতে প্রকাশকদের কমপক্ষে সাত জন সদস্য আছে, যেটি গত কয়েকবারের তুলনায় বেশি।
Advertisement
বইমেলা সঠিকভাবে সম্পন্ন করতে প্রকাশকদের সহায়তা চেয়ে তিনি বলেন, লটারির ব্যাপারটা যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ঠিক তেমনি অপরাপর ব্যাপারগুলোও সুন্দর হবে এবং এর প্রতিফলনটা আমরা মেলার মাঠে পাবো। এখন আপনাদের কাজ হচ্ছে, নিজেদের প্রস্তুতিগুলো সুন্দরভাবে সম্পন্ন করা। আপনারা কেউই ২৯/৩০ তারিখের দিকে স্টল বানাবেন এমন প্ল্যান করবেন না। আমরা আমাদের অংশের কাজগুলো দ্রুত করছি এগুলো মেলার কয়েকদিন আগেই শেষ হবে। আপনাদের উচিত মেলা সুন্দরভাবে করার জন্যে আপনাদের সর্বশক্তি নিয়োগ করা।
এমএইচএ/এমআইএইচএস/এমএস