বিনোদন

সাইফ আলি খানের স্বাস্থ্যবিমার নথি ফাঁস

বলিউড তারকা সাইফ আলি খান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বান্দ্রার বাড়িতে হামলার শিকার হন। এখন তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে অভিনেতা কেমন আছেন? কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন? এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা আলোচনা করছেন। এরই মধ্যে তার স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

সাইফের স্বাস্থ্যবিমার যে নথি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে বিমা ও চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, সাইফের ৩৬ লাখ রুপির একটি স্বাস্থ্যবিমা রয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকারও বেশি। এর মধ্যে হাসপাতালের জন্য এরই মধ্যে ২৫ লাখ রুপি মঞ্জুর করেছে বিমা প্রতিষ্ঠানটি। সেখান থেকে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি সাইফ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তবে এ নথি প্রকাশ্যে আসার পর, অভিনেতার নিরাপত্তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

এবিষয় নিয়ে একটি বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট বিমা প্রতিষ্ঠান। এ বিবৃতিতে লেখা হয়েছে, ‘সাইফ আলি খান আমাদের গ্রাহক। যে অংকের অর্থ চাওয়া হয়েছিল, প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। সম্পূর্ণ চিকিৎসা শেষ হলে বাকিটাও দিয়ে দেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সইফ এবং তার পরিবারের সঙ্গেই আছি।’

আরও পড়ুন: টার্গেটে ছিলেন শাহরুখ খানও সাইফের পর দুঃসংবাদ দিলেন বলিউড তারকা অর্জুন কাপুর

অন্যদিকে স্বাস্থ্যবিমার নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। নেটিজেনদের একাংশের দাবি, তারকা বলেই সিংহভাগ অর্থের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ সাধারণ মানুষকে বিমা কোম্পানি থেকে অর্থ পেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

Advertisement

এমএমএফ/এএসএম