বিনোদন

বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু

টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ২০০৪ সালের ৪ মার্চ অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ভৌমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তারা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত লাভ করেন। সব জায়গাতেই দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে বেড়ানোর প্রতি মুহূর্তই তুলে ধরতেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Advertisement

সেই সব দিন আর নেই। গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই তার আলাদা হয়ে যাচ্ছেন। একটি সূত্র বলছে, তৃতীয় ব্যক্তির আগমনে এ গুঞ্জন শুরু হয়েছে। তবে এসবের মাঝেই নতুন শুরুর ঘোষণা দিয়েছে যীশু।

কিছুদিন যীশু একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ভূত বাংলার শুটিং করতে যাচ্ছে। এ দিয়ে বোঝা যাচ্ছে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার ও টাবুর সঙ্গে। এ সুখবর শুনে তার অনুরাগীরা দারুণ খুশি হয়েছেন।

যীশু এখন টালিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার কাজ নিয়েও জন্যও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ সময়ই মুম্বাইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, যীশুই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণেই অশান্তির শুরু হয়েছে। নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি।

Advertisement

আরও পড়ুন:বাবা হিসেবে রণবীর কেমনম্যানেজারের সঙ্গে প্রেম, ভাঙছে অভিনেতা যিশুর সংসার

কখনো কঠিন সময়কে জয় করার পোস্ট করেছেন, কখনো বা নীলাঞ্জনা তার কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন। তবে মন খারাপের এই পোস্টে কোথাও নাম নেই যীশুর। তিনি এখন ব্যস্ততম অভিনেতা। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে হিন্দি এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করছেন চুটিয়ে।

এমএমএফ/জেআইএম