রাজধানী ঢাকার লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিডনি ও লিভারে সমস্যা নিয়ে মরহুম আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনা প্রচণ্ড অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে কয়েকদিন ধরে ভর্তি ছিলেন।
Advertisement
শনিবার (জানুয়ারি ১৮) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।
আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে অত্যাচারের পর জেল-হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।
Advertisement
কেএইচ/এসএএইচ