মোহামেডান ও আবাহনীর কাছে হারের পর ব্রাদার্সের বিপক্ষে ড্র করে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছিল বসুন্ধরা কিংস। এর পর পুলিশ ও ইয়ংমেন্সের বিপক্ষে জিতে সেই ধকল কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারায় থাকতে পারেননি মিগুয়েল-তপুরা। অষ্টম ম্যাচে আবার পয়েন্ট হারালো তারা।
Advertisement
এবার ঘরের মাঠে কিংস পয়েন্ট হারিয়েছে ফর্টিস এফসির কাছে। শনিবার কিংস অ্যারেনায় গোল করে এগিয়ে গিয়েও ধরে রাখতে পারেনি, মাঠ ছেড়েছে ১-১ গোলে ড্র করে।
৮ ম্যাচের দুটি হেরে ও দুটি ড্র করে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে। কিংসের অবস্থান ১৪ পয়েন্ট নিয়ে চারে।
১১ মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েলের কর্নার থেকে হেডে কিংসকে এগিয়ে দিয়েছিলেন তপু বর্মন। লিড নিয়ে ভালোভাবেই এগিয়ে চলছিল কিংস। তবে শেষ পর্যন্ত পয়েন্ট হারাতেই হয়েছে। আক্রমণের ধারা অব্যাহত রেখে ফর্টিস ম্যাচে ফেরে ৬৩ মিনিটে। মো. আবদুল্লাহ গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।
Advertisement
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর কিংসের বিপক্ষে সব ম্যাচই হেরেছে ফর্টিস। এই প্রথম তারা পয়েন্ট পেলো চ্যাম্পিয়নদের বিপক্ষে, সেটাও আবার প্রতিপক্ষে কিংসের মাঠেই। চলতি মৌসুমের ফেডারেশন কাপে কিংসকে তো হারিয়েই দিয়েছে ফর্টিস।
কিংসের এই পয়েন্ট হারানোয় প্রথম পর্বে আবাহনীর দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হলো। কিংস শেষ ম্যাচ জিতলে তিনে থেকে প্রথম পর্ব শেষ করার সুযোগ তৈরি হবে বর্তমান চ্যাম্পিয়নদের। এ ম্যাচের আগে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ছিল ফর্টিস। পয়েন্ট বাড়লেও অবস্থানের পরিবর্তন হয়নি তাদের।
আরআই/এমএমআর/এএসএম
Advertisement