প্রকাশ্যে সহিংসতার আহ্বানকারী লাল সন্ত্রাসীরা বিদেশি চক্রান্ত বাস্তবায়নে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
Advertisement
শনিবার (১৮ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে লাল সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, দেশে সহিংসতা তৈরি ও আইনশৃঙ্খলা নষ্ট করতেই উঠেপড়ে লেগেছে এই গোষ্ঠী। দেশে সর্বহারা পার্টির মতো রক্তলীলার দিবাস্বপ্নে বিভোর তারা। অবিলম্বে এই সশস্ত্র সহিংসতার ঘোষণাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেবে।
আরও পড়ুন: মেঘমল্লার বসুর ‘লাল সন্ত্রাস’ ঘোষণার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভতারা বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করতে কখনো পাহাড়ি জনগোষ্ঠী, কখনো ভারতীয় উসকানিতে গেরুয়া গোষ্ঠী ও মিয়ানমারের সহযোগিতায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা লাল সন্ত্রাসীদের উদ্দেশ্যের সঙ্গে মিলে যায়। দেশ ধ্বংস করতে ফ্যাসিবাদকে সার্ভ করা এই গোষ্ঠীর সব চক্রান্ত একই সূত্রে গাঁথা। দেশবাসী সব ষড়যন্ত্রের জবাব শক্ত হাতে দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
Advertisement
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু ‘লাল সন্ত্রাসই একমাত্র পথ বা উপায়’ বলে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতা সংঘটিত করতে হবে। ফেসবুক স্ট্যাটাসে মেঘমাল্লার বসু বলেন, একমাত্র পথ হলো লাল সন্ত্রাস। প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা।
এএএম/এমএইচআর/এএসএম