লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতেম আলীর ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে।
Advertisement
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
রবিউল হাসান/জেডএইচ/এএসএম