আন্তর্জাতিক

মহাকাশে প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান

নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি যাত্রা শুরু করে। পাকিস্তানের মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।

Advertisement

মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটি প্রাকৃতিক সম্পদের ওপর নজরদারি-ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায়, নগর পরিকল্পনা এবং কৃষি উন্নয়নে পাকিস্তানের সক্ষমতা বাড়াবে।

আরও পড়ুন>

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের পরেও বিপাকে চীন

এই ধরনের স্যাটেলাইট ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত ও পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করে।

Advertisement

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চীনের লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেট শুক্রবার পিআরএসসি ইও১ এর সঙ্গে কক্ষপথে তিয়ানলু-১ এবং ব্লু কার্বন ১ নামে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই সফলতা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করে।

বাণিজ্যিক মহাকাশ শিল্পে এই পর্যবেক্ষণ স্যাটেলাইটের বাজার মূল্য ৫ বিলিয়ন ডলার। ২০৩৩ সালে এর বাজার মূল্য ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম