নোমান আলি আর সাজিদ খানের জুটিটা যেন ইতিহাসে নতুন জায়গা করে নিতে এসেছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে জোড়া বেঁধে উইকেট শিকার করে আলোচনায় এসেছিলেন তারা।
Advertisement
এবার মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জ্বলে উঠলেন এই স্পিন যুগল। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩০ রানেই। তবে নোমান-সাজিদের ঘূর্ণিতে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩৭ রানে। ফলে ছোট পুঁজি নিয়েও ৯৩ রানের বড় লিড পেয়ে গেছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৫ রান তুলেছে পাকিস্তান। এরই মধ্যে স্বাগতিকদের লিড ১২৮ রানের।
এর আগে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। ৫১ রান নিয়ে নামা রিজওয়ান ইনিংস টেনে নেন ৭১ পর্যন্ত। ৫৪ রানে অপরাজিত আরেক ব্যাটার সৌদ শাকিল খেলেন ৮৪ রানের ইনিংস।
Advertisement
জেডেন সিলস আর জোমেল ওয়ারিকেন নেন ৩টি করে উইকেট।
জবাব দিতে নেমে ২২ রানে ৪টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ৪ উইকেটই নেন সাজিদ খান। এর মধ্যে দুটি পরিষ্কার বোল্ড, একটি কট অ্যান্ড বোল্ড।
সাজিদের এই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে এরপর যোগ দেন নোমান আলি। ৫১ রানে ৭ উইকেট হারানো ক্যারিবীয়রা শেষ চার ব্যাটারের কল্যাণে বড় লজ্জা এড়িয়েছে। কেভিন সিনক্লেয়ার ১১, গুদাকেশ মোতি ১৯, দশ নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকেন অপরাজিত ৩১ আর এগার নম্বর জেডেন সিলস করেন ২২ রান।
নোমান আলি ৩৯ রানে নেন ৫টি উইকেট। ৬৫ রানে ৪ উইকেট শিকার সাজিদ খানের।
Advertisement
এমএমআর/এএসএম