রাজনীতি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে ফখরুলের মতবিনিময়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ভ্যাট-ট্যাক্স না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির ১২ সুপারিশ বিএনপির ভ্যাট-ট্যাক্স বাড়ায় যে ১০ সংকটের আশঙ্কা বিএনপির আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার: খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সব নাগরিকের বসবাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সেই লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিজ নিজ জায়গা থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

Advertisement

এ সময় বিএনপি চেয়ারপারসননের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

কেএইচ/এসএনআর/এএসএম