রাজনীতি

হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান খসরুর

আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

তিনি বলেন, এছাড়া যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর খসরু। সভায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন:

Advertisement

ভ্যাট-ট্যাক্স না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির ১২ সুপারিশ বিএনপিরআওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার: খসরুভ্যাট-ট্যাক্স বাড়ায় যে ১০ সংকটের আশঙ্কা বিএনপির

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না মন্তব্য করে খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সব খাতে উন্নয়নের জন্য কাজ করবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপমোচন করতে হবে। একই সঙ্গে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি।

কেএইচ/এসএনআর/জেআইএম

Advertisement