বরিশালে স্ত্রী-শিশুসন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ল্যান্স কর্পোরাল মো. বুলবুল আহমেদ। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
Advertisement
গুরুতর আহত শিশুসন্তানসহ সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাস থেকে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ল্যান্স কর্পোরাল বুলবুল আহমেদ। এ সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী।
Advertisement
গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
দুর্ঘটনার জন্য সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
টিটি/এসএনআর/এমএস
Advertisement