জাতীয়

জুলাই ঘোষণাপত্র: রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত চেয়েছে সরকার

জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করেছে সরকার। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পর পরবর্তী কর্মপন্থা হিসেবে এ আহ্বান জানানো হয়।

Advertisement

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।

আরও পড়ুন

Advertisement

জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ চায় বিএনপি

এসব অভিমত পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা শিগগির ঘোষণা করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে গত ৩১ ডিসেম্বর জুলাই প্রক্লেমেশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে শিগগির সরকার তা ঘোষণা করেবে- সরকারের এমন আশ্বাসে সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেননি শিক্ষার্থীরা।

এমইউ/কেএসআর/এমএস

Advertisement