মাঝে আল ওখদুদের বিপক্ষে একটি ম্যাচে জয় পেয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তার আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছে। এবার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার দারুণ সুযোগ নষ্ট করলো ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আল তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের চতুর্থ স্থানেই থেকে যেতে হলো তাদের।
Advertisement
আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবকে একটি শিরোপাও উপহার দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আল নাসরের সঙ্গে নতুন চুক্তির বিষয়েও আলাপ-আলোচনা চলছে সিআর সেভেনের। এমন পরিস্থিতিতেই দল ভালো খেলতে পারছে না। রোনালদো নিজেও গোল পেলেন না।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একক আধিপত্য ছিল আল নাসরেরই। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা ৬৪ এবং ৩৬ ব্যবধানে। গোলেও শট নিয়েছিল তারা সবচেয়ে বেশি, ৭টি। আল তাউন শট নিয়েছে মাত্র দুটি।
অথচ, দুই শটের একটি ঠিকই তারা জড়িয়ে দিতে পেরেছিলো আল নাসরের জালে। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৫ মিনিটে) গোলটি করেন আল তাউনের সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আয়েমেরিক লাপোর্তে।
Advertisement
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে অষ্টম স্থানে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে প্রথম স্থানে আল হিলাল এবং ২য় স্থানে রয়েছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
আইএইচএস/