জাতীয়

জাতীয় কবির নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, আইসিইউতে ভর্তি

রাজধানীর বনানীতে একটি বাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

Advertisement

শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, বনানী থেকে বাবুল কাজী নামে একজন দগ্ধ অবস্থায় এসেছেন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

ডা. শাওন বিন রহমান আরও বলেন, বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।

কাজী আল-আমিন/বিএ/এমএস

Advertisement