ভ্রমণ

একদিনের ময়মনসিংহ ট্যুরে যা কিছু আছে দেখার

ইতিহাস ও ঐতিহ্যে ঠাসা ময়মনসিংহ জেলাটি ১৩টি উপজেলা নিয়ে বিস্তৃত। এখানে আছে দেখার মতো অনেক দর্শনীয় স্থান। বিভিন্ন প্রাচীন স্থাপনা ময়মনসিংহকে করেছে আরও সমৃদ্ধ।

Advertisement

একদিনের ট্যুরে যারা ঢাকার আশপাশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য ময়মনসিংহ হতে পারে সেরা এক স্থান। এই জেলায় আছে দেখার মতো অনেক স্থান।

চলুন একনজের দেখে নেওয়া যাক ইতিহাস ও ঐতিহ্যে ঠাসা ময়মনসিংহে আছে কোন কোন দর্শনীয় স্থান। চাইলে পরিকল্পনামাফিক আপনিও ঘুরে আসতে পারেন এসব স্থান থেকে।

১. শশীলজ২. আলেকজান্ডার ক্যাসেল৩. গৌরীপুর লজ৪. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা৫. জয়নুল আবেদিন উদ্যান৬. মিনি চিড়িয়াখানা৭. ময়মনসিংহ জাদুঘর৮. সার্কিট হাউজ৯. এশিয়ান মিউজিক মিউজিয়াম,১০. স্বাধীনতা স্তম্ভ১১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ১২. বোটানিক্যাল গার্ডেন

Advertisement

আরও পড়ুন

বাহারি ফুল সুবাস ছড়াচ্ছে চট্টগ্রামের ডিসি পার্কে১৩১ বছরের পুরোনো চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনা ‘হাতির বাংলো’

১৩. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মাছের জাদুঘর১৪. মুক্তাগাছার জমিদারবাড়ি১৫. ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি জাদুঘর১৬. চেচুয়াবিল বা শাপলাবিল

১৭. গৌরীপুরে রাজবাড়ি১৮. রামগোপালপুর জমিদারবাড়ি১৯. ঈশ্বরগঞ্জে জমিদারবাড়ি২০. ফুলবাড়িয়ার অর্কিড বাগান২১. রাবারবাগান২২. ধোবাউড়ার চিনামাটির পাহাড়২৩. হালুয়াঘাটের গাবরাখালী পার্ক২৪. গফরগাঁওয়ে ভাষাসৈনিক আবদুল জব্বার স্মৃতি জাদুঘর২৫. ভালুকার কুমিরের খামার ইত্যাদি।

ঢাকা থেকে ময়মনসিংহ যাবেন কীভাবে?

সড়কপথে মহাখালী থেকে বাসে এলে (যানজট না থাকলে) পৌঁছাতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে। রেলপথে কমলাপুর বা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠা যায়। বাসের চেয়ে ট্রেনে একটু বেশি সময় লাগে। ভোর থেকে রাত অবধি অনেক ট্রেন চলাচল করে এ পথে।

Advertisement

জেএমএস/জেআইএম